Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAO -র পরীক্ষা পদ্ধতির বিরোধীতায় অবস্থান বিক্ষোভ তুফানগঞ্জ গভঃ পলিটেকনিক কলেজের পড়ুয়াদের

CAO -র পরীক্ষা পদ্ধতির বিরোধীতায় অবস্থান বিক্ষোভ তুফানগঞ্জ গভঃ পলিটেকনিক কলেজের পড়ুয়াদের



তুফানগঞ্জ- 

করোনা আবহে পরীক্ষা নিতে ইঞ্জিনিয়ারের ধাঁচকেই বেঁচে নিয়েছে পলিটেকনিক। অনলাইন পদ্ধতিতেই ইনভিজিলিটারের নজরদারিতেই হবে পরীক্ষা। আর পদ্ধতি ঘিরেই ঝড় উঠেছে পরীক্ষার্থী মহলে। আর পদ্ধতির আপত্তি তুলে কর্তাদের চিঠিও পাঠিয়েছেন। এদিকে আজ তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সামনে ফোর্থ ফিফথ ও সিক্সথ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা অবস্থান বিক্ষোভ দেখায়।


তাঁদের কথায়, গত 9th July West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development এর তরফ থেকে পরিক্ষা সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, ছাত্রছাত্রীদের Google Meet এ ওয়েব ক্যামেরা অন করে 3 ঘণ্টা পরিক্ষা দিতে হবে , কিন্তু ছাত্রছাত্রীদের বক্তব্য তারা অধিকাংশরাই প্রত্যন্ত গ্রাাঞ্চলে বসবাস করে , তাদের গ্রামে মোবাইল network এর খুবই সমস্যা । অনেকের কাছে মোবাইল নেই , আবার অনেকের ফোনের camera ভালো নয় । ফলে পরীক্ষা পদ্ধতি পাল্টানোর দাবি জানায় তাঁরা। আজ সাময়িকভাবে অবস্থান বিক্ষোভ উঠে গেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় তাঁরা।


আন্দোলন কারীদের মধ্যে কলেজ এর ছাত্র তথা তৃনমূল ছাত্র পরিষদের এ executive মেম্বার রকি গোলজার রাহমান বলেন, - ছাত্রছাত্রী বিরোধী এই নির্দেশিকা বাতিল না হলে,  আমাদের দাবি মানা না হলে এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code