এবার দুয়ারে Aadhaar পরিষেবা, যেতে হবে না Aadhaar Enrollment Center
Aadhaar card এর mobile number updated করতে এবার আর aadhaar enrollment center এ যেতে হবে না, post man রাই বাড়ি বাড়ি এসে এই কাজ করবেন। এমনি বিজ্ঞপ্তি জারি করলো ডাকবিভাগ।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (India Post Payments Bank) এবং ভারতের অনন্য আইডেন্টিফিকেশন অথরিটি (Unique Identification Authority) একটি ব্যবস্থার অধীনে পোস্টম্যানকে আধার কার্ডধারীদের মোবাইল নম্বর আপডেট করার অনুমতি দিয়েছে।
১ লাখ ৪৬ হাজার পোস্টম্যান এবং গ্রামীন ডাক সেবক এই কাজে নিযুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। প্রাথমিক অবস্থায় মোবাইল নাম্বার (Update your Mobile number in your AADHAAR) আপডেট এর কাজ শুরু হলেও আগামীতে শিশুদের আধার কার্ডের কাজ একইভাবে করা হবে বলে জানিয়েছেন জি ভেঙ্কটরামু।
1 মন্তব্যসমূহ
এতে খুব সুবিধা হবে।। ভালো উদ্যোগ।।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊