ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ব্যক্তির পাশে স্কুল শিক্ষক




শচীন পাল, ঝাড়গ্রাম:-


পেশায় তিনি শিক্ষক।কিন্তু নেশায় সমাজসেবী। তাই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না নিজেকে l শিক্ষার্থী থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেই মন কেঁদে ওঠে তাঁর l নিজের সাধ্যমত তাদের পাশে যেয়ে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি l তিনি হেরম্ব নাথ চক্রবর্তী l জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক তিনি l এবার এই শিক্ষক দাঁড়ালেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত বর্গীডাঙ্গা গ্রামের বাসিন্দা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রশান্ত সিং এর পাশে l 


পেশায় পাউরুটি বিক্রেতা প্রশান্ত বাবু করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন l উন্নত চিকিৎসার জন্য তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় l দীর্ঘদিন চিকিৎসার পর তার একটি চোখ অস্ত্রোপচার করে বাদ দিতে হয় l স্বামী,স্ত্রী ও চার শিশুকন্যা নিয়ে তার পরিবারের সদস্য সংখ্যা ছয় l প্রশান্ত বাবুই হলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি l বর্তমানে তিনি অসুস্থ থাকার জন্য ব্যয়বহুল জীবনদায়ী ঔষধ ক্রয় করার মত সামর্থ্য তাঁর পরিবারের নেই l তাই তারা এক কঠিন বাস্তবের সম্মুখীন l ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং কিছু হৃদয়বান মানুষ পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন l 


খবর পেয়ে নিজে থেকেই পরিবারটির সাথে যোগাযোগ করেন এবং তাদের পাশে যেয়ে দাঁড়ান শিক্ষক হেরম্ব নাথ বাবু l বুধবার দিন হেরম্ব নাথ বাবু পরিবারটির বাড়িতে গিয়ে প্রশান্ত বাবুর শিশুকন্যাদের হাতে খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন l এছাড়াও ছাতু,দুধ, বিস্কুট,সোয়াবিন,হরলিক্স প্রভৃতি খাদ্যদ্রব্য এবং সাবানগুঁড়ি, সাবান,স্যাম্পু, মাক্স, কোলগেট টুথপেস্ট, ব্রাশ প্রভৃতি নিত্যব্যবহার্য দ্রব্য পরিবারটির হাতে তুলে দেন তিনি l এছাড়াও প্রশান্ত বাবুর চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা পরিবারটির হাতে তুলে দেন তিনি l মানবদরদী শিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপীবল্লভপুরের সর্বস্তরের মানুষ l