কোপার ফাইনালে মেসি-নেইমারের হৃদয় ছুয়ে যাওয়া দৃশ্য, বিরল ক্রীড়াজগতে!
দীর্ঘ ২৮ বছর পর কোনো বড় ট্রফির খরা কাটিয়ে কোপা আমেরিকা জয় করলো আর্জেন্তিনা। দেশের হয়ে প্রথমবার কোনো বড় সাফল্য পেল ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের খেতাব জিতলো মেসির দল। আর তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ফুটবল গ্রাউন্ড। অন্যদিকে পরাজয়ের হতাশা গ্রাস করে ব্রাজিলের ফুটবলারদের। নেইমারকে দেখে সেই চিত্রটা আরও পরিষ্কার হয়ে উঠছিল। হাঁটু গেড়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে।
আগামীদিনে নেইমার আরো অনেক ট্রফি জিতলেও মেসির মতো কিবদন্তীর কাছে কোপা ফাইনালে হারের ক্ষতটা থেকে যাবে সারা জীবন। ম্যাচের ফলে পর তা স্পষ্ট হয়ে উঠেছে নেইমারকে দেখেই। সতীর্থ, ম্যানেজার, সাপোর্ট স্টাফরা এগিয়ে আসেন তাঁকে সান্ত্বনা জানাতে।
একদিকে আর্জেন্তিনার জয়ের আনন্দ অন্যদিকে ব্রাজিলের হারের দুঃখের চিত্র চারিদিকে ফুটে উঠলেও জয়ের পর পুরো ক্যামেরা আর্জেন্তিনার দিকে। এর মাঝেই কোপা আমেরিকার ইতিহাসে যুক্ত হল এক নতুন দৃশ্য। যা হয়তো ক্রীড়া জগতের বিরলতম দৃশ্য হলেও হতে পারে। হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য ছিল মেসির সান্ত্বনা। নেইমারকে বুকে আঁকড়ে ধরে সান্ত্বনা জানান মেসি।
জয়ের পরেই মেসিকে শূন্য তুলে জয়ের আনন্দে মাতোয়ারা হয় আর্জেন্তিনা শিবির। চলতে থাকে সেলিব্রেশন। এর মাঝেই মাঠেই নেইমার ও মেসি পরষ্পরকে জড়িয়ে ধরে কান্নার দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট পাড়ায়। নেইমারকে হারের সান্ত্বনা দিতে দেখা যায় মেসিকে।
কোপার ফাইনালে মেসি-নেইমারের হৃদয় ছুয়ে যাওয়া দৃশ্য, বিরল ক্রীড়াজগতে!
Posted by Sangbad Ekalavya on Sunday, July 11, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊