Lightning strikes: বজ্রপাতে ২০ জনের মৃত্যু

Lightning strikes: বজ্রপাতে ২০ জনের মৃত্যু



বজ্রপাতে প্রাণ হারালেন ২০ জন। রাজস্থানের বিভিন্ন জায়গায় বজ্রপাতে মৃত্যু হয় ২০ জনের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।


গতকাল জয়পুরের আমের ফোর্টে ওয়াচ টাওয়ারের উপর বজ্রপাত হয়। ফলে সেখানে থাকা অন্তত ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া কোটায় চারজন, ঢোলপুরে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আমের ফোর্টে ওয়াচ টাওয়ারে প্রাকৃতিক দৃশ‍্য দেখতে বেশ কিছু মানুষ হাজির হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের জেরে আহত হয় অত‍্যন্ত ১৭ জন।


পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের যৌথ দল তাঁদের উদ্ধার করে জয়পুরের সোয়াই মান সিংহ হাসপাতালে নিয়ে গিয়েছে।


রাজস্থানের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, ‘কোটা, ঢোলপুর, ঝালোয়ার, জয়পুর ও বারানে বজ্রপাতে এতজনের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই শোক সহ্য করার শক্তি দিন। এই পরিবারগুলিকে যত দ্রুত সম্ভব সহায়তা প্রদান করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ