Latest News

6/recent/ticker-posts

Ad Code

৯৫০০ টাকায় বিক্রি হলো একটি ইলিশ !

৯৫০০ টাকায় বিক্রি হলো একটি ইলিশ !


হিলসা, ইলিশ, hilsa



অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে যখন নিম্নচাপরের হাত ধরে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির জেরে জল থৈ থৈ চারিদিক। সেই বৃষ্টিতে কারোর পৌষ মাস তো কারোর আবার সর্বনাশ।

আর সেই নিম্নচাপই পৌষ মাস হয়ে দেখা দিল গ্রামীণ হাওড়ার শ্যামপুরের এক মৎস্য জীবীর কাছে। শুক্রবার বিকেলে শ্যামপুরের রূপনারায়ণ নদ থেকে তার জালে ওঠে একটি তিন কেজি ওজনের রুপোলি ইলিশ।

আর এই তিন কেজি ওজনের ইলিশ ধরায় তা দেখতে স্বাভাবিক ভাবেই ভিড় জমে যায় এলাকায়।

এদিকে সূত্রের খবর পরে ওই মৎস্য জীবী ইলিশটিকে গরচুমুক বাজারে বিক্রির জন্য নিয়ে এলে তা বিক্রি হয় ৯৫০০ টাকায়। এদিকে এত বড় ইলিশ মেলায় খুশি ওই মৎস্যজীবীও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code