Windows 10 এর বিদায়- সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা Microsoft এর 




উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট (Microsoft)। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft) জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না। তাহলে ২০২৫ এর পর? 

চিন্তার কারন নেই, মাইক্রোসফট (Microsoft) আরও জানিয়েছে- বাজারে আসতে চলেছে ওএএস বা অপারেটিং সিস্টেমের (operating system) নতুন জেনারেশন । 

সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এই তথ্য জানিয়েছেন। আর এই তথ্য সামনে আসতেই মনে করা হচ্ছে বাজারে আসতে চলেছে উইন্ডোজ ১১ (Windows 11) . তবে এর জন্য আগামী ২৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারন ওইদিন আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে মাইক্রোসফট, এমনটাই জানানো হয়েছে।