বেসুরোদের কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ





শুক্রবার মুকুল রায় তৃণমূলে ফেরার পরেই বিজেপির অন্দরেই বেড়েছে অস্বস্তি। নতুন করে ভাঙনের আশঙ্কায় গেরুয়া শিবির। ইতিমধ্যে একাধিক নেতা কর্মী মুকুলের পথেই হাঁটতে শুরু করেছেন। দলের বিরুদ্ধে অনেক নেতাই ক্ষোভ উগড়ে উল্টো পথে হেঁটেছেন। কার্যত আতঙ্কে এখন বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে ফেসবুক পোস্টে সুর চড়ালেন দিলীপ ঘোষ। বেসুরোদের কড়া বার্তা দিলেন রাজ্য সভাপতি।


রবিবার দুপুরে মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ লেখেন, “দল ছাড়াটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝড়িয়ে দলটাকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না।"


মুকুল রায়ের মতো একজন উচ্চ নেতৃত্ব দলত্যাগ করে তৃণমূলে ফেরায় কার্যত চাপে বিজেপি। বড় ধাক্কার আশঙ্কায় রয়েছে গেরুয়া শিবির। দলত্যাগে দলে যেন কোনও প্রভাব না পড়ে সতর্ক গেরুয়া শিবির। তৃণমূলে যোগ দেওয়ার পর মুকুল রায় বলেছেন, বিজেপি ছেড়ে অনেকেই চলে আসবেন। এই মন্তব্য কার্যত আতঙ্ক তৈরি করেছে গেরুয়া শিবিরের অন্দরে।


মুকুলের দল ছাড়ার পর তাঁরই অনুগামী হিসাবে পরিচিত বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংরা, জলপাইগুড়ির বিজেপি নেতা বিশ্বজিৎ গুহ বেসুরো। এদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষের বাড়িতে গিয়ে দেখা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি শক্ত হাতে ভাঙ্গন মোকাবিলায় ফেসবুক পোস্টে কর্মী-সমর্থকদের কড়া বার্তা দিলেন দিলীপ ঘোষ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।