আপার চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে পারলো না কমিশন- এবার কি তবে অনলাইনে ইন্টারভিউ?
ইন্টারভিউ লিস্ট প্রকাশের বিষয়ে কমিশন কর্তৃক আদালতে আর্জির অতিরিক্ত চার সপ্তাহ সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবু আপার চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে পারলো না কমিশন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেখানে রাজ্যের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিল ঘোষণা করতে বাধ্য হলো সরকার সেখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে কীভাবেই বা ইন্টারভিউ পর্ব চলবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রের খবর এবার ইন্টারভিউয়ে অন্যপথে হাটতে চলেছে কমিশন।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফর্ম পূরণ শুরু করে দীর্ঘ সাত বছর অতিক্রম হলেও সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া। এর মাঝেই বহু পরীক্ষার্থী হতাশায় অন্যপথ বেছে নিয়েছে আবার বহু পরীক্ষার্থী এই আশায় বসে রয়েছে।
২০১৪ - বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমাকরন
২০১৫- পরীক্ষা গ্রহন
২০১৬- লিখিত পরীক্ষার ফল প্রকাশ
২০১৮ - ডকুমেন্ট ভেরিফিকেশন
২০১৯- ইন্টারভিউ গ্রহণ ও মেরিটলিস্ট প্রকাশ পর্যন্ত নিয়োগ অসম্পূর্ণ
২০২০ তে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন দিনের পর দিন জোরদার হয়েছে। একের পর এক রাজ্যের বিভিন্ন জেলায় বিধায়ক, সাংসদ, মহকুমা শাসক, জেলা শাসককের নিকট ডেপুটেশন দিয়ে তাঁদের সাত বছরের বঞ্চনার ব্যাথা সরকারের কাছে পৌঁছানোর জন্য ব্রতী হয়েছে। আপার প্রাইমারী প্রার্থীরা দাবী তুলেছে " 31 শে জুলাই এর মধ্যে নিয়ােগ প্রক্রিয়া শুরু করতে হবে।"
শোনা যাচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া অনলাইনে নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা এই বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা করেছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে।
বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীদের এনে ইন্টারভিউ করানো সম্ভব নয়। সে ক্ষেত্রে অনলাইনে ইন্টারভিউ কিভাবে করা সম্ভব তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা শুরু করেছে এসএসসির আধিকারিকরা বলেও সূত্রের খবর।
তবে যেখানে গ্রামে গঞ্জে এখনো ইন্টারনেট পরিষেবা অনেক ক্ষেত্রেই নেই, আবার থাকলেও অত্যন্ত দূর্বল -সেখানে অনলাইনে ইন্টারভিউ নেওয়াটাও কতটা সুবিধাজনক হবে, তা নিয়েও রয়েছে সংশয়।
যদিও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৩১ জুলাইয়ের মধ্যেই শেষ করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে পুরো প্রক্রিয়ায় শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে।
ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেনি কমিশন। বর্তমান করোনা পরিস্থিতিতে সশরীরে কিভাবে ইন্টারভিউ নেওয়া সম্ভব তা নিয়ে কমিশন আদালতের দ্বারস্থ হয়েছিল বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।
এদিকে কমিশনের অনলাইনে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। মঞ্চের সহ-সভাপতি সুশান্ত ঘোষ বলেন, "অনলাইনে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা চাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশ মেনে ৩১ জুলাইয়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ায় আমাদের এখন দাবি। তবে অনলাইনে ইন্টারভিউ হলে দেখতে হবে যাতে প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীরা সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে সুযোগ পায়।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊