বাজ পড়ে দক্ষিণবঙ্গে ২৬জনের মৃত‍্যু





গত কয়েকদিনের তীব্র গরমের পর শুরু হয়েছে প্রাক বর্ষা বৃষ্টি। এদিকে, দক্ষিণবঙ্গে বাজ পড়ে একদিনেই ২৬ জনের মৃত‍্যু হয়েছে। শুধুমাত্র হুগলিতেই বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে, মুর্শিদাবাদে মৃতের সংখ্যা ৯ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় দু'জন করে বজ্রাঘাতে মারা গিয়েছেন। হুগলি জেলায় মৃতদের মধ্যে অধিকাংশই মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। 



এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বজ্রপাতে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে পিএমও। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এদিকে রাজ‍্য শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ‍্যায় বুধ ও বৃহস্পতিবার মৃতের পরিবারের সাথে দেখা করবেন। 


এর আগে আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল, আগামী কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা সহ উত্তর ২৪ পরগনার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। এদিন কলকাতা সহ রাজ‍্যের জেলা গুলিতেও বৃষ্টি হয়। বীরভূমে আচমকাই বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতরের গতকালের পূর্বাভাসে বলা হয়, আগামী ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে ঢুকবে বর্ষা।