মেসিকেও টপকে গেলেন সুনীল ছেত্রী 



ফের স্বমহিমায় জ্বলে উঠলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক গোলে নিওনেল মেসিকেও টপকে গেলেন তিনি। আর তার সুবাদেই সোমবার দোহায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে দেয় ভারত। আর তাই নয় এই জয় দিয়ে এএফসি এশিয়ান কাপের আশা জিইয়ে রাখল ভারত। এদিন জোড়া গোল করেন সুনীল। 



ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' সুনীল এদিন আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩ ও ৭৪ তম গোল করে মেসিকে টপকে যান। আর্জেন্তাইন কিংবদন্তি ছ'বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি ৭২টি আন্তর্জাতিক গোল রয়েছে তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে টপকে দুই নম্বরে উঠে এলেন সুনীল ছেত্রী। তালিকায় প্রথম স্থানে রয়েছে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০৩টি গোল তাঁর ঝুলিতে। 



সুনীল আন্তর্জাতিক ফুটবলে প্রথম ১০ গোলদাতাদের তালিকাতেও চলে এলেন। এই খবর টুইট করে জানিয়েছে ফিফা। সংযুক্ত আরব আমিরশাহির আলি মাবখুত গত সপ্তাহে মালয়েশিয়ার বিরুদ্ধে গোল করে ৭৩তম আন্তর্জাতিক গোলের স্বাদ পেয়েছেন। মেসি গত বৃহস্পতিবার চিলির বিরুদ্ধে ৭২ তম আন্তর্জাতিক গোলের স্বাদ পেয়েছেন। মাবখুতের কাছে সুযোগ থাকবে সুনীলকে টপকে যাওয়ার।


মাবখুত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের বিরুদ্ধে খেলবেন আগামী সপ্তাহে। অন্যদিকে সুনীল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন ১৫ জুন ও মেসি ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ফের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কোপা আমেরিকায়।