Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING NEWS: করোনা পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

BREAKING NEWS: করোনা পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী




করোনার দ্বিতীয় ঢেউ আপাতত অনেকটা নিয়ন্ত্রণে। দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয়ে ওঠে দেশ। সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলা সহ একাধিক রাজ্য কড়া বিধি নিষেধ ও লক ডাউন জারির পথেই হেঁটেছে। মনে করা হচ্ছে কার্যত লক ডাউন সংক্রমণ রাশ টানতে সহায়তা করেছে। যদিও, অর্থনীতির কথা ভেবে লক ডাউনের ব্যাপারে রাজ্যের ওপরেই ছেড়েছিল কেন্দ্র। দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়া করোনা ভাইরাস সংক্রমণ আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ বিকাল পাঁচটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, ঠিক কী নিয়ে বার্তা দিতে পারেন তিনি, তা এখনও স্পস্ট হয়নি। করোনার প্রথম ধাক্কার সময় নিয়মিত জাতির উদ্দেশে ভাষণ দিতে দেখা গেলেও দ্বিতীয় ধাক্কায় জনসমক্ষে শুধু একবার ভাষণ দিয়েছেন তিনি। রাজ্য গুলিতে বিধি নিষেধ জারির পূর্বেই এই ভাষণ দিয়েছেন তিনি। তা ছাড়া মন কি বাত অনুষ্ঠানে নিয়মতি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।



দ্বিতীয় ঢেউয়ে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। ফলে আজ কই বার্তা দেবেন, কোন বিশেষ ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী সেদিকেই তাকিয়ে দেশবাসী। করোনার দ্বিতীয় ধাক্কায় প্রহ্ম দিকে দৈনিক ৪ লক্ষ সংক্রমণ দেখা গিয়েছিল এরপর কড়া বিধি নিষেধের জেরে কমেছে সংক্রমণ। আর সংক্রমণ কমতেই ফের সেই পুরোনো অসচেৎনতা চোখে পড়ছে। দ্বিতীয় ধাক্কায় একাধিক সমালোচনার মুখেও পড়তে হয় রাজ্যকে। তাই হয়তো মানুষকে সচেতন থাকার বার্তা দিতেই আজকে ভাষণ দেবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আজ কই ভাষণ দেন প্রধানমন্ত্রী সেদিকেই থাকছে নজর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code