পাকিস্তানের ধারাবাহিকে রবীন্দ্রসঙ্গীত, মুগ্ধ নেটিজেনরা
পাকিস্তানের ধারাবাহিকে রবীন্দ্র সঙ্গীত ‘আমারও পরাণ যাহা চায়’গান। আর এতেই মুগ্ধ নেটিজেনরা। সেই ধারাবাহিকে পরিষ্কার বাংলা উচ্চারণে গাওয়া হয়েছে “আমারও পরাণ যাহা চায়”। যা ইতিমধ্যে ফেসবুক, টুইটার, ইন্সাটাগ্রামে সেই ভাইরাল।
ফেসবুক, ইন্সটাগ্রামে শেয়ার করা সেই ভিডিওটি সাদা কালো। ভিডিওটি পুরোনো। পাক পরিচালক মেহরিন জাব্বার সাদা-কালো ভিডিওটি শেয়ার করেছিলেন। তাঁর পরিচালিত ‘দিল কেয়া করে’ ধারাবাহিকে গানটি শোনা গিয়েছে। ২০১৯-এ বেশ জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি।
ক্যাপশনে মেহরিন জানিয়েছেন, শর্বরী পাণ্ডে গানটি গেয়েছিলেন। ভিডিওয় ধারাবাহিকের যে চার মুখ্য চরিত্রের নাম ট্যাগ করা হয়েছে, তাঁরা হলেন ফিরোজ খান, ইয়ামনা জেইদি, মারিয়াম নাফিজ এবং জেইন বেগ।
Other part of the Rabindrasangeet in Pakistani TV serial “Dil Kiya Karay”
— Adil Hossain (@adilhossain) June 3, 2021
Director- Mehreen Jabbar
Singer: Sharvari Despande
Actor- Yumna Zaidi https://t.co/pJHqvwUfn6 pic.twitter.com/qCcIfQiOuZ
৩ জুন টুইটারে শেয়ার করেছেন আদিল হোসেন নামে এক ব্যক্তি। একই দিনে ইউটিউবে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি রঙিন। সেখানে আবার নায়কের অনুরোধে নায়িকা তাকে “আমারও পরাণ যাহা চায়” গানটি শোনাচ্ছে।
ভিডিওটি দেখে উচ্ছ্বসিত বাঙালিরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊