Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৫০ দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল তৃণমূল

২৫০ দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল তৃণমূল




বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিলো স্থানীয় তৃণমূল কংগ্রেস। এদিনের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। 


খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন আমি একজন আপনাদের ঘরের ছেলে।আমরা প্রতিটি সময় আপনাদের সুখ দুঃখের পাশে থেকেছি। এই করোনার সময়ও আমরা আপনাদের পাশে আছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গোটা রাজ্যের জন্য কাজ করছে। তেমনি আমরো গোটা বর্ধমানের জন্য কাজ করে চলেছি। বর্ধমান পৌরসভা যে জল প্রকল্পের কথা বলা হয়েছিলো তা ডিসেম্বর মাসের মধ্যে সকলের ঘরে জল পৌচ্ছে যাবে বলে বিধায়ক বলেন। 


পাশাপাশি করোনা ভ্যাকসিন নিয়ে খোকন দাস বলেন রাজ্যের চাহিদা মত কেন্দ্র সরকার করোনা ভ্যাকসিন দিচ্ছেনা। রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে মাত্র দু কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছে।এর মধ্যে মুখ্যমন্ত্রী ৫০ লক্ষ ভ্যাকসিন কিনে রাজ্যের মানুষকে দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সকলকে ভ্যাকসিন নেওয়ার আবেদন করেন খোকন দাস।


বর্ধমান জেলার সাধারন সম্পাদক শিবশঙ্কর ঘোষ বলেন বিধায়কের নির্দেশে লোকো বাজার ইউনিটের পক্ষ থেকে গত কাল ১৫০ জনকে এবং আজ ২০০ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হলো। আগামী দিনে খাদ্য সামগ্রীর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে বলে জানান শিবশঙ্কর ঘোষ বলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code