নতুন অধিনায়ক, এক ঝাঁক নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া




তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য জুলাই মাসে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ২০ সদস্যের দল বেছে নিল বিসিসিআই। প্রত্যাশা মতোই দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের নেতৃত্বে দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার । ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের বিচারে দলে রয়েছে এক ঝাঁক নতুন মুখ।

ভারত-শ্রীলঙ্কা ক্রীড়াসূচি

ওয়ানডে

১৩ জুলাই প্রথম ওয়ানডে

১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে

১৮ জুলাই তৃতীয় ওয়ানডে

টি-২০

২১ জুলাই প্রথম টি-২০

২৩ জুলাই দ্বিতীয় টি-২০

২৫ জুলাই তৃতীয় টি-২০

ভারতের দল (ওয়ানডে এবং টি-২০):

শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, পৃথ্বী শ, দেবদূত পাড্ডিকল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া, নীতিশ রানা, ঈশান কিশান, সঞ্জু স্যামসন যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গোথাম, ক্রুনাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, দীপক চাহার, নবদীপ সাইনি , ও চেতন সাকারিয়া ।

ঈশান কিশান ও সঞ্জু স্যামসন যাচ্ছেন উইকেটকিপার হিসেবে।

নেট বোলার: ঈশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং, সাই কিশোর, সিমারজিত সিং