Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গকে 'এক দেশ এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গকে 'এক দেশ এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের 





পশ্চিমবঙ্গকে 'এক দেশ এক রেশন কার্ড' চালুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বাংলাকে এমনি নির্দেশ দিল শীর্ষ আদালত। কোনো যুক্তি না দিয়ে এখুনি এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে জানিয়ে দিল আদালত। 




শুক্রবার ওই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোনও যুক্তি নয়। এখুনি এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য। অতিমারীর সময়ে রাজ্য সরকার এনিয়ে কোনও আপত্তি খাড়া করতে পারে না।




প্রতিটি রাজ‍্যের মানুষ অন‍্য রাজ‍্য কাজ করতে যায় ফলে সেখানে গিয়ে রেশনের জিনিসপত্র তুলতে পারে না তাঁরা। সেই সমস‍্যা মেটাতেই এই পদক্ষেপ করেছিল কেন্দ্র। এমনি যুক্তি ছিল কেন্দ্রের। এক দেশ এক রেশন কার্ডের ফলে দেশের যেকোনো জায়গায় গিয়ে রেশন নিতে পারবে জনগন। 




ইতিমধ্যেই এক দেশ এক রেশন কার্ড চালু হয়েছে অন্ধ্র, তেলঙ্গানা, গুজারট, মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ‍্য‍-এ। পশ্চিমবঙ্গে ওই ব্যবস্থা এখনও চালু হয়নি। এই ব‍্যবস্থা রাজ‍্যের ওপর বেশি চাপ পড়বে বলে যুক্তি দেখায় রাজ‍্য। এরপরেই মামলা সুপ্রিম কোর্টে গড়ালে সুপ্রিম কোর্ট এই রায় দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code