বৃক্ষপ্রেমীর ক্যারিব্যাগে মানা, যার কাছে পরিবেশ দিবস প্রতিদিনই



যার কাছে পরিবেশ দিবস প্রতিদিনই। বিগত তিন বছর ধরে ক্যারিব্যাগ ব্যবহার করেন নি। মাছ মাংস কেনেন টিফিন কারি কৌটোতে, ডিম নেন ডিমের ট্রে তে, সবজি বাজার করেন চটের ব্যাগে। সংকল্প করেছেন আগামী দিনেও এই ভাবে মেনে চলবেন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অধিবাসী পেশায় শিক্ষক দিলীপ কুমার পাত্র যিনি স্থানীয় মানুষের কাছে বৃক্ষ প্রেমী ও সবুজ দাদা নামে পরিচিত। 


তিনি নিজেও যেমন ক্যারিব্যাগ ব্যবহার করেন নি তেমনই অন্যকেও ব্যবহার না করার অনুরোধ করেন। তার কথায় ক্যরিব্যাগ পোড়ালে বায়ুতে দূষণ ছড়ায়, কৃষি জমি অনুর্বর হয়ে পড়ে ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়।জল নিকাশী ব্যবস্থা ব্যাহত হয় , এতে অকাল বন্যা ডেকে আনে। বেশি মাত্রায় পলি ব্যাগ জলাভূমি,খাল ও নদীতে ফেললে অগভীর হয় এবং দৃশ্য দূষণ ঘটে এমনকি বহু প্রজাতির জলজ প্রাণীর মৃত্যু ডেকে আনে। গবাদিপশু ও বন্যপ্রাণী খাদ্যের সঙ্গে এই পলি ব্যাগ খেয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।মাটি দূষণ ছাড়া পরিবেশের ভারসাম্য হারিয়ে যায় এছাড়াও মাটিতে বেশি পলি ব্যাগ থাকলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়