করোনাকালে যুগান্তকারী আবিষ্কার বাঙালি বিজ্ঞানীর
করোনা পরিস্থিতিতে (COVID-19) পর্যাপ্ত ভেন্টিলেটরের অভাব তীব্র ভাবেই দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালে। বিদেশ থেকেও আমদানি করতে হচ্ছে ভেন্টিলেটর। আর এই কঠিন সময়ে যুগান্তকারী আবিষ্কার করলেন কলকাতার বিজ্ঞানী রামেন্দ্রলাল মুখোপাধ্যায়।
তবে এইবারই প্রথম নয়, দীর্ঘদিন থেকে বিভিন্ন আবিষ্কার তার রয়েছে। তবে এইবার নিজেই করোনা আক্রান্ত হওয়ার পর যখন বুঝলেন ভেন্টিলেটর কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আর দেরি না করে সুস্থ হওয়ার পর নিজেই তৈরি করলেন পকেট ভেন্টিলেটর।
কোভিড সঙ্কটের এই পরিস্থিতিতে বিজ্ঞানী রামেন্দ্রলাল মুখোপাধ্যায়ের এই আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে চিকিত্সক মহলে।
জানাগিয়েছে- পকেট ভেন্টিলেটরটি দুটি অংশে বিভক্ত। একটি পাওয়ার ইউনিট ও একটি ভেন্টিলেটর ইউনিট, যা মাউথপিসের সঙ্গে যুক্ত। সুইচ অন করলেই, ভেন্টিলেটর বাইরে থেকে বাতাস নিয়ে আল্ট্রা ভায়োলেট চেম্বারের মধ্যে তা জীবানু মুক্ত করে রোগীকে শ্বাস নিতে সাহায্য করবে। একই ভাবে যখন শ্বাস ছাড়বে, আরেকটি ইউভি চেম্বার দিয়ে সেই কার্বন ডাই-অক্সাইড বেরিয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊