করোনাকালে গ্রাহকদের পাশে দাঁড়াতে বড় ঘোষনা SBI-র 



করোনা অতিমারীতে গ্রাহকদের পাশে দাঁড়াতে এবার বড় ঘোষনা স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার। করোনা চিকিৎসায় গ্রাহকদের পার্সোনাল লোন দেওয়ার ঘোষনা করেছে এসবিআই। গ্রাহকদের নিজের বা পরিবারের কারও করোনা চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোভিড পার্সোনাল লোন দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত এই ব‍্যাঙ্ক। এই ঋণ প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কবচ পার্সোনাল লোন’।




করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ অনেকটা ঘুরে দাড়িয়েছে। বেড সংকট, অক্সিজেন সংকট হাহাকারের প্রহর গুনেছে দেশবাসী। বেড়েছে চিকিৎসার খরচ কিন্তু টান ধরেছে আর্থিক ব‍্যবস্থায়। এই পরিস্থিতিতে গ্রাহকদের কথ মাথায় রেখে এবার বড় ঘোষনা দিল এসবিআই। এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, কেউ চাইলে নিজের কিংবা নিজের পরিবারের কোনো সদস‍্যের করোনা চিকিৎসার জন্য এই ঋণ নিতে পারবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আবেদনকারীকে। তবে এই ঋণ নিতে কোনও কিছু বন্ধকও রাখতে হবে না। সুদের হার হবে বার্ষিক ৮.৫ শতাংশ।




শুধু বর্তমান নয় ইতিপূর্বের করোনা চিকিৎসার জন‍্যও টাকার প্রয়োজন হলে এই ঋন নেওয়া যাবে। স্যালারিড এবং নন-স্যালারিড, উভয়েই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এমনকী এই ঋণের সুবিধা পাবেন পেনশনভোগী ব্যক্তিরাও। এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ খাঁড়া জানিয়েছেন, ‘‘আশা করি, এই ঋণ প্রকল্প অনেক মানুষের চিকিৎসার জন্য বিশেষ ভাবে সাহায্য করবে। এই ঋণের সাহায্যে সাধারণ গ্রাহকরা চিকিৎসা করাতে পারবেন।’’