2021 জামাই ষষ্ঠী পূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – Jamai Sasthi Date




বাঙালীর বারো মাসে তেরো পার্বন, সেই পার্বন ১লা বৈশাখ নববর্ষের দিন থেকে শুরু করে চলে বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি পর্যন্ত l আর এই পার্বনের মধ্যে অন্যতম মায়েদের পালনকরা জামাইষষ্ঠী l প্রত্যেক বছর জোষ্ঠ্য কিংবা আষাঢ়ের শুরুতে বাঙালির ঘরে ঘরে পালন হয় এই বিশেষ অনুষ্ঠান l


জামাই ষষ্ঠীর দিন জামাই’কে ঘিরে শাশুরি মায়েদের এই অনুষ্ঠান অনেকটা উৎসবের আকার ধারন করে । জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজা করেন । ষষ্ঠীকে সন্তান-সন্ততি দেবী বা দেববহির্ভূত লৌকিক দেবীও বলা যায় । ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এ পূজা করা হয়। এজন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা যায়। এ পূজায় ধর্মীয় সংস্কারের চেয়ে সামাজিকতা বিশেষ স্থান পেয়েছে ।

ষষ্ঠী পূজায় ব্রতীরা সকালে স্নান করে উপবাস থেকে নতুন পাখার ওপর আম্রপল্লব, আমসহ পাঁচফল আর ১০৮টি দুর্বাবাঁধা আঁটি দিয়ে পূজার উপকরণের সঙ্গে রাখে। করমচাসহ পাঁচ-সাত বা নয় রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে পূজার সামনে রাখতে হয়। ধান এ পূজার সমৃদ্ধির প্রতীক, বহু সন্তানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এবং দুর্বা চিরসবুজ, চির সতেজ অসীমতার বেঁচে থাকার ক্ষমতার অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ দুর্বা হল দীর্ঘ জীবনের প্রতীক। শাশুড়ি-মেয়ে-জামাতার দীর্ঘায়ু কামনা করে ধানদুর্বা দিয়ে উলুধ্বনিসহ ষাট ষাট বলে বরণ করেন। 

আসুন জেনে নেই জামাই ষষ্ঠী পূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

২০২১ জামাই ষষ্ঠী উৎসব কবে হবে, এবং কোন বার, কোন মাস তার বিবরণ বিস্তারিত রইল ।

উৎসবের নামউৎসবের বারউৎসবের তারিখ
জামাইষষ্ঠী উৎসববুধবার১৬ জুন, ২০২১

মদন মোহন ফুল পঞ্জিকা মতে ১৫ জুন সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিট থেকে ১৬ জুন সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত।