Latest News

6/recent/ticker-posts

Ad Code

'যা বদলাতে পারবে না তাকে যেতে দাও'- জন্মদিনে নীল গাউনে চমৎকার লুক ঋতাভরীর

'যা বদলাতে পারবে না তাকে যেতে দাও'- জন্মদিনে নীল গাউনে চমৎকার লুক ঋতাভরীর





শনিবারই জন্মদিন গিয়েছে ঋতাভরী চক্রবর্তীর। সিনেমা জগতের গ্ল্যামার কুইন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনে আলো আঁধারিকে কেক হাতে ছবি শেয়ার করেছিলেন ঋতাভরী। সেই ছবিতে নায়িকার চোখে মুখে উপচে পড়ছে খুশি।



রবিবার সোশ্য়াল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ঋতাভরী। হলুদ আলোয় সাজানো ঘরে গাঢ় নীল গাউনে বসে বার্থ ডে গার্ল ঋতাভরী। ঋতাভরীর ঘর ভরে আছে ফুলে, উপহারে। 



ছবি শেয়ার করে ঋতাভরী লেখেন, 'জন্মদিন হল ঝলমলে আলো, উপহার ও চমকের।'নিজের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী লিখেছিলেন, 'জীবনের এই রোলার কোস্টারে আরও একটা দিন যোগ হল। যদি পিছনের দিকে হাঁটতে পারতাম, আমি গত সমস্ত দিনে নিজেকেই বেছে নিতাম। তবে এখনও এমন কিছু দেরি হয়ে যায়নি। প্রত্যেক বছর, জীবনের প্রতিটা পদক্ষেপে আমি নিজেকেই বেছে নেব।' 


সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ঋতাভরী লেখেন, 'যা বদলাতে পারবে না তাকে যেতে দাও।' জন্মদিনে এমনটাই রেজোলিউশান ঋতাভরীর।



২০২০ গত বছরে অনেক কঠিন সময় পেরিয়েছেন ঋতাভরী। নিজের শারিরীক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে ভেঙে পড়েননি কখনোই। ক্রনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। বস্তিবাসীর টিকা দেওয়ার ব্যবস্থাও করেছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code