Latest News

6/recent/ticker-posts

Ad Code

সব রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

সব রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট



এক দেশ এক রেশন কার্ড (One Nation One ration Card)চালু করার জন্য এবার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট(supreme court)। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ৩১ জুলাইয়ের মধ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার নির্দেশ দিল শীর্ষ আদালত। পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকারকেও একাধিক নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩১ জুলাইয়ের মধ্যে তা করার কথা বলা হয়েছে।


এদিন কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে যৌথ ভাবে সুপ্রিম কোর্ট শ্রমিকদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা ও তা পাঠাবার ব্যবস্থা করার নির্দেশ দেন। কেউ যাতে অভুক্ত না থাকে সেটা নিশ্চিত করে কমিউনিটি কিচেন চালানোর কথাও জানান সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ যাবতীয় নির্দেশাবলী দেওয়ার সময় কেন্দ্র ও রাজ্য দু-পক্ষকেই বার্তা দিয়েছে, দ্রুত কাজ শুরু করে ৩১ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার বার্তা দেন।


উল্লেখ্য, সারা দেশে বেশ কিছু রাজ্য এক দেশ এক রেশন কার্ড চালু হলেও বাংলাতে এখনও চালু হয়নি এব্যবস্থা। কার্যত এই ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাতে জড়ায়। এরপর সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড' প্রকল্পের থাকা সকল কার্ডপ্রাপকরা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশনের খাদ্যসামগ্রী পাওয়ার ছাড়পত্র পান।সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু বিষয়টি নিশ্চিত করার কথা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছে। পাশাপাশি কেন্দ্রকে পোর্টাল তৈরির সঙ্গে রাজ্যগুলোকে প্রয়োজনমতো রেশন বন্টনের দায়িত্বও দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code