১৭ই অক্টোবর থেকে আরব আমিরশাহি এবং ওমানে চালু হচ্ছে টি২০ বিশ্বকাপ, জানালো আইসিসি ICC Men’s T20 World Cup 2021 has been shifted to the United Arab Emirates and Oman, Announced ICC





করোনা সংক্রমণের জেরে ভারত থেকে সড়ে এবারের টি২০ বিশ্বকাপ (T20 World Cup) সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে হচ্ছে বলেই গতকাল জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এরপর আজ আইসিসির তরফেও জানিয়ে দেওয়া হল বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। ১৭ই অক্টোবর থেকে আরম্ভ হচ্ছে বিশ্বকাপ যা চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত।


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট একাডেমি মাঠের চারটি স্থান জুড়ে অনুষ্ঠিত এই আসরের আয়োজক থাকবে বিসিসিআই।


প্রাথমিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী আটটি দল হ'ল বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউ গিনি, প্লে-অফের মঞ্চের আগে এবং ১৪ ই নভেম্বর ফাইনালের আগে।


করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কার জেরেই টি-২০ বিশ্বকাপ ভারতে আয়োজন না করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই সচিব জয় শাহ।


আইসিসি-র কার্যনির্বাহী সিইও জেফ অ্যালার্ডিস জানিয়েছেন, ‘আমরা সুরক্ষিতভাবে, নির্দিষ্ট সময়ে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চাই। মাঝপথে যেন প্রতিযোগিতা বন্ধ না হয়ে যায়, সেটা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য। ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে আমরা অসম্ভব হতাশ। আমরা এমন একটি দেশে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যেখানে জৈব-সুরক্ষিত পরিবেশে বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব। সংযুক্ত আরব আমিরশাহিতে এর আগে বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেই কারণেই টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য আমিরশাহি, ওমানকে বেছে নেওয়া হয়েছে।’


তিনি আরও জানিয়েছেন, ‘ক্রিকেটপ্রেমীরা যাতে খেলা উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য আমরা বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেটের সঙ্গে কাজ করব। এই প্রথম ওমানে এই ধরনের বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে।’