করোনা আবহে উত্তরবঙ্গকে পথ দেখাচ্ছে ময়নাগুড়ি ব্লক
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ
করোনা পরিস্থিতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসী। যে দৃষ্টান্ত স্বস্তির কারণ হয়েছে দাঁড়িয়েছে এই কোভিড পরিস্থিতিতে। রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধে তৈরি হওয়া পরিস্থিতিতে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙ্গার প্রত্যন্ত এলাকা শর্মা পাড়ার ফালতুর মোড়ের কিছু কার্যকলাপ সকলের মন জয় করে নিয়েছে।
সরকারি নির্দেশ মত সকাল দশ টায় বন্ধ হচ্ছে সব রকমের খুচরো থেকে পাইকারি ব্যবসা। খোলা থাকছে মিষ্টির দোকান, ওষুধের দোকান, সারের দোকান। মাস্ক ছাড়া কাউকে বাজার সামগ্রী কিনতে দেওয়া হচ্ছে না।
মুদি দোকানি চন্দন শর্মা জানান - " সরকারি নির্দেশ মত আমরা দোকান খোলা-বন্ধ করছি, যদিও আমাদের রোজগার অনেকটাই কমে গেছে, আগে সারাদিন দশ হাজার টাকার বেচাকেনা হলেন এখন তা দুই হাজার টাকায় থেমেছে। আমরা বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স থেকে টাকা নিয়ে ব্যাবসায় নেমেছি, বর্তমানে সেই টাকা জমা করতে চরম আর্থিক সংকটে পরেছি। তবু এভাবে সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে ব্যাবসা করর। বর্তমান কঠিন পরিস্থতিতে এইভাবেই সরকারের পাশে দাঁড়াব। আমরা এক হয়ে করোনা মহামারীরকে রুখবো।" ব্যাবসায়ীদের এহেন সচেততামূলক মনোভাব কে কুর্নিশ জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।
স্থানীয় ব্যাক্তি সরেন্দ্র নাথ রায় জানান - " বর্তমানে করোনা মহামারীর প্রবল থেকে প্রবলতর হচ্ছে। জমায়েত থেকে হচ্ছে এই সংক্রমণ, আর বিভিন্ন বাজার এলাকায় হচ্ছে জমায়েত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। এই বিষয়ে আমরা চিন্তিত, কিন্তু আমাদের ফালতুর মোড়ের এহেন কার্যকলাপে আমরা সকলে অনেকটাই চিন্তা মুক্ত। সকাল দশটার পর, বাজারে কেউ থাকছে না। ফলে সংক্রমণ ঠেকানো যাচ্ছে। আমরা চাই ফালতুর মোড় সকলের কাছে দৃষ্টান্তমূলক বার্তা প্রেরণ করুক।
ফালতু নামে সবাই রসিকতা খুঁজে পেলেও, বর্তমানে এই ফালতুর মোড় উত্তরবঙ্গ কে সচেতনতার এক নতুন পথ দেখাচ্ছে।
করোনা আবহে উত্তরবঙ্গকে পথ দেখাচ্ছে ময়নাগুড়ি ব্লককরোনা আবহে উত্তরবঙ্গকে পথ দেখাচ্ছে ময়নাগুড়ি ব্লক
Posted by Sangbad Ekalavya on Saturday, June 5, 2021

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊