পাকা শ্মশান ও আধুনিক বাজার তৈরি হবে বর্ধমানে, জানালেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়
প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
বর্ধমান ১৬ নং ওয়ার্ডের দামোদর নদীর ধারে বৈদ্যুতিক চুল্লি শ্মশানের পাশাপাশি বর্ধমান শহরের নতুন গঞ্জ বাজার,বড়ো বাজার, রানী গঞ্জবাজার এবং করা হবে আধুনিক বাজার যেখানে থাকবে রাত্রি বাসের জায়গা। বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির তৃতীয় বারের চেয়ারম্যান হয়ে একথা বললেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির তৃতীয় বারের চেয়ারম্যান এর দ্বায়িত্ব পান রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরে প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।২০১১ সাল থেকে বিডিএর দ্বায়িত্ব পালন করে আসছে বরিরঞ্জন বাবু। তৃতীয় বারের চেয়ারম্যানের দ্বায়িত্ব পাওয়ার পর রবি বাবু বলেন বর্ধমান পৌরসভার ১৬ নং ওয়ার্ডের দামোদর নদীর ধারে করা হবে একটি বৈদ্যুতিক চুল্লি শ্মশান।
এবিষয়ে ইতি মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এর পাশাপাশি বর্ধমান শহরের নতুন গঞ্জ বাজার,বড়োবাজার এবং রানী গঞ্জ বাজার গুলোকে করা মডেল বাজির। যেখানে থাকবে শৌচালয়,রাত্রি বাসের জায়গা।পরিকল্পনা করেই করা হবে এই বাজার। বাজারের একদিকে থাকবে মাছ মাংশর, ডিম এর দোকান অন্যদিকে থাকবে সবজি।
বর্ধমান শহরে হবে পাকা শ্মশান ও অত্যাধুনিক বাজারঃ রবিরঞ্জনবর্ধমান শহরে হবে পাকা শ্মশান ও অত্যাধুনিক বাজারঃ রবিরঞ্জন
Posted by Sangbad Ekalavya on Saturday, June 5, 2021

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊