Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ‍্যমিক-উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে রাজ‍্যবাসীর মতামত জানতে চাইল রাজ‍্য সরকার

মাধ‍্যমিক-উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে রাজ‍্যবাসীর মতামত জানতে চাইল রাজ‍্য সরকার



করোনা আবহের জেরে এবছরের মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে ঘোর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় জুলাইয়ে উচ্চ মাধ‍্যমিক ও আগস্টে মাধ‍্যমিক পরীক্ষা নেওয় ঘোষনা দিলেও বিশেষজ্ঞ কমিটি মনে করছে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত হবে না। ফলে ফের এক অনিশ্চয়তায় পরীক্ষার্থী। অবশেষে পরীক্ষা হবে কিনা এবার সেই মতামত পরীক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা ও রাজ‍্যের মানুষের কাছে জানতে চাইলেন রাজ‍্য সরকার। 




মতামত জানতে ইতিমধ‍্যে তিনটি ইমেইল আইডি প্রকাশ করা হয়েছে। সেই ইমেইল আইডিতে নিজেদের মত প্রকাশ করা যাবে। ইমেইল আইডি গুলি হল: 


আগামীকাল সোমবার বেলা দুটোর মধ‍্যে নিজেদের মত প্রকাশ করতে পারবেন রজ‍্য সরকারের কাছে। 




করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়? পরীক্ষা হলে কীভাবে পরীক্ষা? কিভাবেই বা করোনা বিধি মেনে পরীক্ষা হবে? না হলে কীভাবে হবে মূল্যায়ন? এখনও তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন একটি নির্দেশিকা জারি করেন। কিন্তু করোনা আবহে পরীক্ষা নিয়ে কী ভাবছে রাজ্যের সিংহভাগ মানুষ, তা জানতে এবার সরাসরি অভিভাবক, পড়ুয়া সহ সাধারণ মানুষের কাছে মতামত চাওয়া হল। সংশ্লিষ্ট ৩ প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়া হয়েছে মতামত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code