ত্রিপল চুরির অভিযোগে নাম জড়ালো শুভেন্দু ও সৌমেন্দুর- FIR থানায়
কলকাতা: তৃণমূল কংগ্রেসের (টিএমসি) পক্ষ থেকে পৌরসভা থেকে ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে কাঁথিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী ও তার ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ANI এ প্রকাশিত খবর অনুযায়ী পুলিশের তরফে জানানো হয়েছে, অধিকারী পরিবারের দুই হেভিওয়েট নেতা শুভেন্দু ও সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রত্নদীপ মান্না (Ratnadip Manna) নামে এক ব্যক্তি। তিনি কাঁথি মিউনিসিপ্যাল অ্য়াডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য।
কাঁথি পৌর প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না গত ২ জুন কাঁথি পৌরসভার বিজেপির শুভেন্দু অধিকারী এবং তার ভাই এবং প্রাক্তন পৌর প্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ করেছিলেন।
রত্নদীপ মান্নার অভিযোগ- "২৯ শে মে ২০২১ দুপুর সাড়ে বারোটায় শুভেন্দু অধিকারীর এবং তাঁর ভাই ও কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সৌমেন্দু অধিকারীর নির্দেশে, সরকারী ত্রিপাল যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা, জোর করে পৌর অফিসের গোডাউন থেকে নিয়ে যাওয়া হয়।"
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে এই চুরির ক্ষেত্রে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছিলেন শুভেন্দু ও তার ভাই।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বিজেপি এর আগে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনেছিলো।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊