'বাংলায় আগুন জ্বলছে'-মুখ্যসচীবকে তলব ক্ষুদ্ধ রাজ্যপালের
![]() |
Governor West Bengal Jagdeep Dhankhar |
ভাটপাড়ায় বোমাবাজিতে মৃত্যুর ঘটনায় ফের একবার সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্য পুলিশকে নিশানা করে তিনি ট্যুইট বার্তায় বলেন, ‘বাংলায় আগুন জ্বলছে।’
প্রসঙ্গত অভিযোগ গতকাল ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি। সেই বোমাবাজিতে মৃত্যু হয় জয়প্রকাশের। বিজেপির অভিযোগ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তৃণমূল কংগ্রেস আশ্রিত।
এই ঘটনা নিয়ে টুইট করে রাজ্যপাল বলেন, "পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা আরও একটি ২৫ বছরের তরুণের প্রাণ কেড়ে নিল। বেলা সাড়ে ৩টে নাগাদ ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো মোড়ে বোমাবাজিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের। বাংলায় আগুন জ্বলছে, কিন্তু আগুন নেভাতে পুলিশের কোনও চেষ্টার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।"
এই ঘটনায় ক্ষুদ্ধ রাজ্যপাল আজ তলব করেছেন রাজ্য মুখ্যসচীবকে। রাজ্যের law and order situation নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতেই ৭ জুন মুখ্যসচীবকে তলব করেছেন বলে রাজ্যপাল জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊