করোনা মোকাবিলায় পাঁচ পরামর্শ অক্ষয়ের 




করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে দেশ। এই পরিস্থিতিতে দেশের ভ‍্যাকসিনেশন সিস্টেমও ধীর গতির তাই সংক্রমণের হাত থেকে বাঁচতে সচেতন থাকাই অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। আর সচেতন থাকতে পাঁচ পরামর্শ দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র করোনা বিষয়ক ক‍্যাম্পেন ‘Corona Ko Harana Hai’-তে যোগ দিয়েছিলেন অক্ষয়। নিজের সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। সেখানেই করোনা মোকাবিলায় পাঁচ পরামর্শ দিয়েছেন তিনি। 



শেয়ার করা ভিডিওতে বলা হয়েছে, করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখার এবং দ্রুত করোনা পরাস্থ করার পাঁচটি উপায়। এই ভিডিওতে অভিনেতাকে সহযোগিতা করেছে দুটি বাচ্চা। করোনাকালে আমাদের কি করা উচিৎ আর কি করা উচিত নয় এমন পাঁচটি সচেতনতা পন্থা দেখানো হয়েছে ভিডিওতে। 


ভিডিওতে অভিনেতার পরামর্শ: 

১) নিজেকে অন্তত ১০ দিনের জন্যে সবার থেকে আলাদা রাখুন।

২) ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে চিকিৎসা করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই চিকিৎসা করা।

৩) বাড়ির সকলকে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪) করোনা আক্রান্ত কোন ব্যক্তির নিকট যাওয়ার সময় অবশ্যই নিজের নাক এবং মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখুন।

৫) জ্বর না কমলে কিংবা শ্বাস প্রশ্বাসে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়েই হাসপাতালে ভর্তি হবেন।


এর আগে অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হয়েছে। করোনাকে জয় করে করোনা আক্রান্তদের পাশে দাড়াতে ঝাপিয়ে পড়েছেন তিনি।