Latest News

6/recent/ticker-posts

Ad Code

শোকের ছায়া বলিউডে, চলে গেলেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর তথা প্রযোজক সেহর আলি লতিফ

শোকের ছায়া বলিউডে, চলে গেলেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর তথা প্রযোজক সেহর আলি লতিফ





শোকের ছায়া বলিউডে, চলে গেলেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর তথা প্রযোজক সেহর আলি লতিফ। করোনার কড়াল গ্রাসে মৃত‍্যু পিছু ছাড়েনি বি-টাউনের। সোমবারও জোড়া মৃত্যুশোক ঘিরে থাকল বি-টাউন। বর্ষীয়ান অভিনেত্রী তরলা যোশীর মৃত্যুর পর বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর তথা প্রযোজক সেহর আলি লতিফের মৃত‍্যুর খবরে শোকস্তব্দ বলিউড। 


স্বরা ভাস্করের ‘ভাগ বিনি ভাগ’ ছবির প্রযোজক সেহর চল্লিশের কোঠাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন । রেচনতন্ত্রের সমস্যা নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন সেহর, সেখানেই মৃত্যু হয় তাঁর। পরিচালক নীরজ উধওয়ানি সেহরের মৃত্যুর খবর সংবাদমধ্যমকে নিশ্চিত করে জানান, ‘এটা অবিশ্বাস্য, খুব কষ্ট হচ্ছে সত্যিটা মেনে নিতে। আমাদের বলা হয়েছিল উনি সেরে উঠছেন। আজ এই খবরটা পেলাম। ওঁনার ইনফেকশন হয়েছিল, এরপর কিডনিতে সমস্যা দেখা যায়।গত সপ্তাহে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অ্যান্টিবায়োটিকস চলছিল…’। পরিচালকের নেটফ্লিক্স ফিল্ম 'মসকা' -র প্রযোজক সেহর।




ভাগ বিনি ভাগ, মসকা ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক প্রোজেক্টের সঙ্গেও যুক্ত থেকেছেন সেহর। ইট, প্রে, লাভ, ভাইসরয় হাউস, ম্যাকমাফিয়া, সেন্স এইট-এর মধ্যে অন্যতম। লাঞ্চবক্স’, ‘মনসুন শ্যুটআউট’-এর মতো অন্যধারার ছবির কাস্টিংয়ের গুরু দায়িত্ব সামলেছিলেন সেহর। প্রযোজককে হারিয়ে শোকস্তব্ধ বলিউড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code