Covid 19: করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ৯২ বছরের মা, আনন্দে কেঁদে ফেললেন ছেলে

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ৯২ বছরের মা, আনন্দে কেঁদে ফেললেন ছেলে 





করোনা আক্রান্ত হয়েছিলেন ৯২ বছরের বৃদ্ধা বাসনাময়ী রায়। জলপাইগুড়ি শহরের আদর পাড়ার এই বৃদ্ধা করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন।

বাড়ির লোকেরা ভাবতেই পারেননি যে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি। বৃদ্ধার ৬৫ বছরের ছেলে তপন রায় মাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ক্যামেরার সামনে। তিনি বলেন, " এই বয়সে মা করোনাকে হার মানাতে পারবেন ভাবিনি কখনও। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাছে চির কৃতজ্ঞ থাকব। মা বাড়িতে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।"

বৃদ্ধার বউমা বলেন, " শাশুড়িকে ফিরে পেয়ে আমরা সবাই আনন্দিত।"

জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন বৃদ্ধা। নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় বলেন," ৯২ বছরের বৃদ্ধা বাসনাময়ী রায়কে সুস্থ করে বাড়িতে পাঠানোয় খুবই খুশি আমরা । সঠিক সময়ে চিকিৎসা শুরু করা হলে করোনাকে হার মানানো যায়। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সকলকেই"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ