মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ক্ষতিপূরণ পেলেন বজ্রপাতে 4 মৃতের পরিবার




মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা মতো বজ্রঘাতে চারজনের মৃত্যুতে তাদের পরিবারের হাতে দু লক্ষ টাকা তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা নেতৃত্ব।


সপ্তাহ খানেক আগে জামালপুর ব্লকে জমিতে ক্ষেত মজুররা কাজ করার সময় মেঘলা আকাশে বজ্রপাত হয়,আর সেই সময় মাঠে লুটিয়ে পড়ে চারজন ক্ষেত মজদুর। তাঁদের প্রথমে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনেরই মৃত্যু হয়। কার্যতঃ এই মর্মান্তিক ঘটনায় জামালপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।


এই খবর পাওয়া সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারজন মৃত্যুর পরিবারদের দুই লক্ষ টাকা অনুদান দেবার ঘোষণা করেন। সেই মোতাবেক আজ পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক সভাকক্ষে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়।


মূলত চেক প্রদানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা শাসক প্রিয়াঙ্কা সিংহলা, জামালপুরের বিধায়ক অলোক মাঝি,জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খাঁন প্রমুখ।


এদিন চারটি পরিবার দুই লক্ষ টাকা অনুদান পেয়ে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ব্লক নেতৃত্বদের।