ভারতজুড়ে বন্ধ হতে পার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook ও Twitter, Insta ?
আগামী কালকেই ভারতজুড়ে বন্ধ হতে পারে দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টুইটার। জল্পনা চলছে নেট দুনিয়া জুড়ে। গত ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির জন্য গাইডলাইন প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। যেখানে ২৫শে মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। ২৬শে মে-র থেকেই যা দেশজুড়ে কার্যকর হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত যা খবর ,তাতে সরকারের দেওয়া নয়া সোশ্যাল মিডিয়া গাইডলাইন নিয়ে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই কোনও পদক্ষেপ নেয়নি।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেন্দ্রের সেই নীতিতে সায় না দেওয়ায় জল্পনা পৌঁছেছে চরমে। সরকার সাফ জানিয়েছে, নিয়ম না মানলে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। কেন্দ্র আগেই জানায়িছে রেসিডেন্ট গ্রিভেন্স অফিসার নিয়োগ করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। সেই মতো কেন্দ্রের সমস্ত গাইডলাইন মেনে চলতে ছয় মাস সময় লাগতে পারে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে তবে কি কাল থেকেই ভারতে বন্ধ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি?
এদিকে সরকারের নীতিকে সায় দিয়ে নতুন প্ল্যাটফর্ম কু লঞ্চ হয়েছে। ইতিমধ্যে ৫০ লক্ষ ইউজার নিয়ে কু তা করেও দেখিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির অপব্যবহার করে দেশে ভুয়ো সংবাদ ছড়িয়ে পড়ার অভিযোগ আছে যা উদ্বেগের বিষয়, তাই সরকার এই জাতীয় প্ল্যাটফর্মগুলির জন্য একটি গাইডলাইন প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছিল আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর ওটিটি এবং ডিজিটাল নিউজ পোর্টাল সম্পর্কে বলেছিলেন যে তাঁদের নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য একটি নিজস্ব ব্যবস্থা তৈরি করা উচিত। ফেক নিউজ ছড়ানো নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, এখন কি হয় কেন্দ্রের এই পদক্ষেপে তাই দেখার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊