হালি শহরে আছড়ে পড়েছে টর্নেডো, মৃত ২ 





হালি শহরে হয়েছে টর্নেডোর দাপট। জানা যাচ্ছে, ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। চার থেকে পাঁচ জখম হয়েছে বলেও জানা গেছে। পান্ডুয়াতে মৃত্যু হয়েছে দুই জনের।


এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হালি শহরে টর্নেডো হয়েছে এতে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। চার থেকে পাঁচ জখম হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান্ডুয়াতে মৃত্যু হয়েছে দুই জনের। এপর্যন্ত ১১ লক্ষ মানুষকে রেসকিউ করা হয়েছে। কালকে যতক্ষন পর্যন্ত ঝড় শেষ হচ্ছে না ততক্ষণ সাবধান থাকবেন। এখানে আমরা বসে আছি। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তা করবেন না। কাল ল্যান্ডফলের পর বোঝা যাবে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে।


পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর পরামর্শ, বাড়িতেই থাকবেন সকলে। সবার আগে জীবন বাঁচাতে হবে। মনিটরিং চলছে। আতঙ্ক বাড়াতে চাই না। রাজ্যের সমস্ত পরিস্থিতি নজর দেওয়া হচ্ছে। আমরা রাতে এখানেই থাকবো।