ঝোড়ো হাওয়া-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়
রাজ্যে আসছে বর্ষা। শুধু বর্ষাই নয় রয়েছে দুঃসংবাদও। পশ্চিমবঙ্গে ফের আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ২১শে মে মৌসুমী বায়ু ঢুকতে চলেছে। আর ২২শে মে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যা ৭২ ঘন্টা পর সাইক্লোনের রুপ নেবে। ২৬শে মে পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর অনুযায়ী ২৩শে মে আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে যা ধীরে ধীরে বেগ বাড়িয়ে ৭০ কিমি /ঘন্টা বেগে পরিণত হতে পারে। ২৪ থেকে ২৬মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর, ওড়িষ্যা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ জায়গা বাতাসের বেগ আরো বাড়তে পারে।
২৫শে মে রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অধিকাংশ জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২-৯৬ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার বেশিরভাগ জায়গায় বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ২৪শে মে থেকে মৎসজীবিদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর যারা সমুদ্রে আছেন তাঁদের ২৩শে মে-র মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊