বেহাল রাস্তা সারাই না হলে ভোট বয়কটের ডাক দিনহাটায়
দিনহাটাঃ
বেহাল রাস্তা সারাই না হলে ভোট বয়কটের ডাক দিলেন এলাকার বাসিন্দারা। দিনহাটা ১নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পাখিহাগার ব্রহ্মোত্তর চাউলেরকুঠির ৬/১৩৭ নং বুথের বেশ কয়েকটি জায়গায় ভোট বয়কটের ডাক দিয়ে পোষ্টার লাগিয়েছেন এলাকার বাসিন্দারা। সেই পোষ্টারে উল্লেখ রয়েছে, “ রোড দাও ভোট নাও, আগে রোড পরে ভোট”। ওই এলাকায় এই পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল এলাকার রাস্তা। বর্ষার সময় সেই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পরে। রাস্তা বেহাল থাকার কারনে গর্ভবতী মহিলাদের হাসপাতাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পরতে হয়। সেই এলাকায় কোনও এ্যাম্বুলেন্স ঢুকতে চায়না। শুধু তাই নয় মাঝে মধ্যেই ওই রাস্তায় দুর্ঘটনাও ঘটে বলে এলাকার বাসিন্দারা জানান। বারবার ভোট এলে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোট মিটলেই সেই রাস্তা তৈরির কোনো পদক্ষেপ নেওয়া হয়না বলে অভিযোগ। এদিকে রাস্তা বেহাল থাকার কারণে শুধু গর্ভবতী মহিলারাই নয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্কদের সমস্যায় পরতে হয়।
এলাকার বাসিন্দাদের মধ্যে যামিনী রায়, অনন্ত রায় প্রমুখরা বলেন, প্রতি বছর ভোট আসলেই রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নেতা মন্ত্রীরা কিন্তু ভোট চলে গেলে রাস্তা তৈরি নিয়ে কেউ ভাবেনা। তাই এবার এলাকার বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছে রাস্তা তৈরি না করে দেওয়া না হলে ভোট বয়কট করা হবে।স্থানীয় সূত্রে জানা গেছে,এলাকার গুরুত্বপুর্ণ রাস্তা সংস্কার করা হলে ওই এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবে।শুধু তাই নয় এলাকায় অনেকটাই উন্নতি ঘটবে বলে আশা স্থানীয়দের।
মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায় বলেন, বর্তমানে কয়েকটি রাস্তার অবস্থা খারাপ রয়েছে। ইতিমধ্যেই প্রোপজাল পাঠানো হয়েছে এবং তা অনুমোদনও হয়েছে । বর্ষার জন্যে কাজ করতে পারছিনা। বর্ষা শেষ হলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে বলে তিনি জানান।ভোট আসে ভোট যায় কিন্তু হয়না রাস্তার কাজ। কবে সেই রাস্তার কাজ হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊