আজ হচ্ছে না নারদ মামলার শুনানি



আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। গতকাল দুপুর দুটোর নারদা মামলার শুনানি হয়েছিল হাইকোর্টে। এরপর আজ সেই মামলার ফের শুনানির হওয়ার কথা ছিল। কিন্তু আদালত জানিয়ে দিল আজ হচ্ছে না শুনানি। ‘অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ’, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কলকাতা হাইকোর্ট। ফলে আজ আর শুনানি হচ্ছে না। আজও ৪ হেভিওয়েটকে থাকতে হবে জেল হেফাজতে। 




গত সোমবার নারদ মামলায় রাজ‍্যের চার হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই। পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‍্যায়কে গ্রেফতার করে সিবিআই। এরপরেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় নিজাম প‍্যালেসের সামনে। স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় দীর্ঘ ছয় ঘন্টা বসে থাকেন নিজাম প‍্যালেসে। 




সেদিন বিকেলে ব‍্যাঙ্কশাল কোর্টে চারজনকেই জামিন দেয় আদালত। এরপর, সঙ্গে সঙ্গেই হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। চারজনের জেল হেফাজতের আবেদন জানানো হয় সিবিআই-র তরফে। কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দিয়ে বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। গতকাল জোড়া মামলার শুনানি ছিল হাইকোর্টে। একদিকে মামলা সড়িয়ে নিয়ে যাওয়ার আর্জি জানায় সিবিআই অন‍্যদিকে চার হেভিওয়েটের জামিন সংক্রান্ত রায়ের পূর্ণবিবেচনার শুনানি। গতকাল শুনানি হওয়ার পর আজ ফের ছিল শুনানি। কিন্তু অনিবার্য কারণে হচ্ছে না শুনানি।