রাজ্য মন্ত্রীসভায় কোন দপ্তরে কোন প্রতিমন্ত্রী ? জানুন বিস্তারিত
রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয় লাভ করে তৃতীয়বার বাংলার মসনদে বসেছে তৃণমূল কংগ্রেস। গত ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর, আজ ১০ই মে মন্ত্রী সভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজভবনের থ্রোনরুমে। করোনা পরিস্থিতির জের অনাড়ম্বর ও ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় শপথ গ্রহণ। মাত্র ৭ মিনিটে ৪৩জন সদস্যের শপথ গ্রহণ হয়। ৪৩ জন সদস্য বিশিষ্ট মন্ত্রী সভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২৪জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ১০ জন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৯ জন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই প্রথম মন্ত্রীসভার বৈঠক হয় আর সেই বৈঠকেই দেওয়া হয় দপ্তর। জেনে নেওয়া যাক কে কোন দপ্তরে-
দিলীপ মণ্ডল - পরিবহন
মনোজ তিওয়ারি - যুবকল্যাণ ও ক্রীড়া
আখরুজ্জামান - শক্তি।
বীরবাহা হাঁসদা - বন
শিউলি সাহা - পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর
সাবিনা ইয়াসমিন - জলসেচ ও জলপথ পরিবহন এবং উত্তরবঙ্গ উন্নয়ন
পরেশচন্দ্র অধিকারী - স্কুলশিক্ষা
শ্রীকান্ত মাহাতো - ক্ষুদ্র, ছোটো ও মাঝারি এবং বস্ত্র দফতর
জ্যোৎস্না মান্ডি - খাদ্য ও সরবরাহ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊