কোভিড-১৯-এর মোকাবিলায় ভারতের ৫০ কোটি টাকা দিল ওয়াল্ট ডিজনি ও স্টার ইন্ডিয়া





মুম্বাই, মে ৬, ২০২১ – 


ভারতের চলতি কোভিড-১৯ বিরোধী উদ্যোগে ৫০ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল ডিজনি ও স্টার ইন্ডিয়া। এই টাকা ব্যবহার করা হবে সঙ্কটজনক স্বাস্থ্য পরিষেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে। এর মধ্যে আছে অক্সিজেন কনসেন্ট্রেটর, BiPAP ও ভেন্টিলেটর। এছাড়া বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার কাজেও এই টাকা ব্যবহার করা হবে। টুইটারের মাধ্যমে এই ঘোষণা করা হয়। অতিমারীর দ্বিতীয় ঢেউ সামলাতে স্বাস্থ্যকর্মী এবং সরকারের প্রয়াসকে সাহায্য করার জন্য কর্পোরেট ভারতের যৌথ উদ্যোগের পরিপূরক হিসাবেই এই টাকা দেওয়া।




এই উদ্দেশ্যের প্রতি নিজের সমর্থন জ্ঞাপন করে একটি টুইটের মাধ্যমে শ্রী কে মাধবন, প্রেসিডেন্ট, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়া অ্যান্ড স্টার ইন্ডিয়া, বলেন, “কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা সারা ভারতের পাশে আছি। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়া আর স্টার ইন্ডিয়া এই ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচানোর উদ্যোগকে সাহায্য করতে বিনীতভাবে ৫০ কোটি টাকা দিচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন সঙ্কটজনক স্বাস্থ্য পরিষেবার জন্য প্রয়োজনীয় রসদ ও যন্ত্রপাতি কেনা যাতে জীবনগুলো বাঁচে। এটা আমাদের সকলের লড়াই এবং আমাদের এই অবদান ভারতের প্রতি আমাদের অবিচল দায়বদ্ধতাকে আরো জোরদার করল। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ২০২০-তে আমাদের কোম্পানি যে ২৮ কোটি টাকা দিয়েছিল, সেই অবদানকেও আরো এগিয়ে নিয়ে যাওয়া হল।”



কোভিডের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ (CAB) সম্বন্ধে সচেতনতা তৈরি করতে স্টার ইন্ডিয়া নেটওয়ার্ক পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (PSA)-এর মাধ্যমে এক সচেতনতা অভিযানও চালিয়েছে।



কোম্পানি ডিজনি এমপ্লয়ি ম্যাচিং গিফটস প্রোগ্রামের মাধ্যমে ত্রাণের কাজে সাহায্য করা জারি রাখবে। এই প্রোগ্রাম অনুযায়ী কিছু অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠনকে কোম্পানির কর্মীরা দান করলে কোম্পানিও সমপরিমাণ টাকা দান করবে।