৩০ঘন্টা দিনহাটা বনধ ! 





রাজ‍্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পরেই অশান্তি অব‍্যাহত রাজ‍্যে বিভিন্ন প্রান্তে। আজ কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পৌরপ্রশাসক উদয়ন গুহ আক্রান্ত হয়। পার্টি অফিস থেকে বেড়িয়ে আসার পথে দুস্কৃতিরা হামলা চালায় উদয়ন গুহের ওপর। হাতে ও মাথায় চোট পান তিনি, ভর্তি করা হয় দিনহাটা হাসপাতালে। পাশাপাশি প্রাক্তন বিধায়ককে সুরক্ষা দিতে গিয়ে আক্রান্ত তাঁর নিরাপত্তারক্ষীও। 




এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল‍্য ছড়ায় দিনহাটার পার্শ্ববর্তী এলাকা জুড়ে। প্রাক্তন বিধায়ক তথা এই দাপুটে নেতার আক্রমণের খবর পেয়েই দিনহাটায় ছুটে আসে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ, অভিজিৎ দে ভৌমিক। এই আক্রমণের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের তীর। তাঁদের কথায়, বিজেপির হার্মাদ বাহিনীর তাণ্ডবেই আক্রান্ত উদয়ন গুহ। 




এরপরেই উদয়ন গুহের ওপর হামলার প্রতিবাদে ৩০ ঘন্টা দিনহাটা বনধ ডাকলো তৃণমূল কংগ্রেস। আজ সন্ধ‍্যা ছটা থেকেই শুরু হয়েছে সেই বনধ। চলবে ৩০ ঘন্টা। দিনহাটা শহর ৩০ ঘন্টার বনধ। আজ সন্ধ‍্যা ৬টা থেকে শুরু করে শুক্রবার মধ‍্যরাত অর্থাৎ শনিবার শুরুর সময় রাত ১২টা পর্যন্ত এই বনধে ডাক দেওয়া হয়েছে।