এবার দিনহাটায় আক্রান্ত উদয়ন, ভর্তি হাসপাতালে






ভোট পরবর্তী হামলা অব্যহত৷ এবার দিনহাটায় উদয়ন গুহকে মারধর করার অভিযোগ উঠল। মারধরে হাত ভেঙে গিয়েছে উদয়ন গুহর৷ দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷


স্থানীয় সূত্রের খবর এদিন দিনহাটায় বয়েজ ক্লাবের সামনে তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ'র উপর আক্রমণ করা হয়৷ মারধরের জেরে তাঁর হাত ভেঙে যায়৷



এদিকে প্রাক্তন বিধায়ককে বাঁচাতে গিয়ে প্রহৃত হন তাঁর নিরাপত্তা রক্ষীও৷


অভিযোগের তীর বিজেপির দিকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহারে গুণ্ডামি একটু বেশি হচ্ছে। উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে। যেখানে বিজেপি আসন বেশি পেয়েছে, সেখানে গুণ্ডামি বেশি হচ্ছে। গুণ্ডামিতে বেশি উস্কানি দিচ্ছে বিজেপি।