Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার দিনহাটায় আক্রান্ত উদয়ন, ভর্তি হাসপাতালে

এবার দিনহাটায় আক্রান্ত উদয়ন, ভর্তি হাসপাতালে






ভোট পরবর্তী হামলা অব্যহত৷ এবার দিনহাটায় উদয়ন গুহকে মারধর করার অভিযোগ উঠল। মারধরে হাত ভেঙে গিয়েছে উদয়ন গুহর৷ দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷


স্থানীয় সূত্রের খবর এদিন দিনহাটায় বয়েজ ক্লাবের সামনে তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ'র উপর আক্রমণ করা হয়৷ মারধরের জেরে তাঁর হাত ভেঙে যায়৷



এদিকে প্রাক্তন বিধায়ককে বাঁচাতে গিয়ে প্রহৃত হন তাঁর নিরাপত্তা রক্ষীও৷


অভিযোগের তীর বিজেপির দিকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহারে গুণ্ডামি একটু বেশি হচ্ছে। উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে। যেখানে বিজেপি আসন বেশি পেয়েছে, সেখানে গুণ্ডামি বেশি হচ্ছে। গুণ্ডামিতে বেশি উস্কানি দিচ্ছে বিজেপি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code