ফেক খবর ছড়ালেই ব‍্যবস্থা, একাধিক পোস্টের সত‍্যতা সামনে এনে জানালো কোচবিহার পুলিশ 




সোশ‍্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া ফেক খবর ছড়ানো নিয়ে সতর্ক করলো কোচবিহার পুলিশ 



রাজ‍্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পরে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসায় উত্তাল। অনেক ক্ষেত্রেই একাধিক জখম ও প্রাণনাশের খবর পাওয়া গেছে। ভোট পরবর্তী হিংসার মাঝেই সোশ‍্যাল মিডিয়া জুড়ে চলছে একাধিক খবরের আনাগোনা। কখনো কখনোই রাজনৈতিক হিংসাকে সাম্প্রদায়িক হিংসার রং দেওয়া থেকে অপহরণের খবর ছড়িয়ে পড়ছে তা দেখে অনেকটা আতঙ্কিত জণগন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক হিংসায় আতঙ্কিত মানুষ সোশ‍্যালের পোস্ট আরো বেশি করে আতঙ্কিত হয়ে পড়ছে সুরক্ষার কথা চিন্তা করে। 




সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টের সত‍্যতা যাচাই করেছে কোচবিহার পুলিশ। কোচবিহার জেলা পুলিশের তরফে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করা সেই পোস্ট গুলি ফেক বলেই জানানো হয়েছে। সম্প্রতি ভাইরাল হয়েছে এমন পোস্ট গুলি যাচাই করে কোচবিহার পুলিশ জানায়, এগুলি ফেক। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সব পোস্টগুলোকে সত‍্য ভেবে নিতে না করেছে কোচবিহার পুলিশ। যে বা যারা এরুপ ফেক পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব‍্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। 




কোচবিহার পুলিশের ফেসবুক পেজে এমনি দুটি পোস্টের ছবি শেয়ার করে ফেক বলে জানানো হয়েছে। পাশাপাশি সেই পোস্টে কোচবিহার পুলিশ লিখেছে, 'সোশ‍্যাল মিডিয়ায় দেখা বা পড়া সব পোস্টকে সত‍্য ভেবে নেবেন না। সাধারন মানুষ আতঙ্কিত এরকম ফেক পোস্ট দেখে। অনুগ্রহ পূর্বক এইরকম ফেক পোস্ট গুলি ছড়িয়ে দেবেন না।'

Don’t believe in everything you had seen or read in social media. Real people are harmed when such fake news/ posts are...

Posted by Coochbehar Police on Wednesday, May 5, 2021