গ্রাহকদের জন‍্য একাধিক সতর্কবার্তা SBI -র 




STATE BANK OF INDIA -র তরফে গ্রাহকদের অনবরত সতর্কীকরণ করা হচ্ছে। ফ্রড ও ফেক থেকে গ্রাহকদের সুরক্ষিত করার লক্ষ‍্যে একাধিক বিষয়ে সতর্ক করেই চলছে STATE BANK OF INDIA । দিনের পর দিন ফেক কল, ফেক অ্যাপের মাধ‍্যমে প্রতারণার শিকার হচ্ছে মানুষ। কখনো কখনো প্রয়োজনীয় নথি আবার কখনো টাকা-পয়সাও হাতিয়ে নিয়ে গ্রাহকদের নিঃস্ব করছে । এর থেকে বাঁচতে STATE BANK OF INDIA -র তরফে আননোন সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপে গুরুত্বপূর্ণ নথি ও তথ‍্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 




জানানো হয়েছে- 

জন্মতারিখ, ডেবিড কার্ডে পিন, সিভিভি, ওটিপি, ডেবিড কার্ড নং, ইন্টারনেট ব‍্যাঙ্কি‌ং ইউসার আইডি ও পাস ওয়ার্ড শেয়ার করতে মানা করা হয়েছে। 

SBI, RBI Govt., পুলিশের নামে, KYC UPDATE আপডেটের নামে ফোন কল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। 




আননোন সোর্স থেকে পাওয়া যেকোনো মোবাইল অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

অচেনা ইমেইল থেকে আসা অ্যাটাচমেন্ট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে SBI ।

ইমেইল, কল, ম‍্যাসেজের মাধ‍্যমে পাওয়া কিছু অফার থেকে বিরত থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে।