Third Wave of COVID 19: করোনার তৃতীয় ঢেউ আসন্ন, দেশকে সতর্কবার্তা কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টার
করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিপর্যস্ত গোটা দেশ। একে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, তার ওপর যুক্ত হয়েছে অক্সিজেনের ঘাটতি। ঠিকমতো পাওয়া যাচ্ছে না হাসপাতালের বেডও। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত রেকর্ড করে চলেছে। বৈজ্ঞানিকরা আগেই সতর্ক করেছিলেন করোনার ভয়াবহতা নিয়ে। এরই মধ্যে কেন্দ্রের তরফে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দেয়া হলো।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন বলেন, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তবে তৃতীয় ঢেউয়ের প্রভাব কবে থেকে শুরু হবে ভারতে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তৃতীয় ঢেউ যাতে দাপট দেখাতে না পারে, তার জন্য আগে থেকে তৈরি থাকতে হবে বলে জানান বিজয় রাঘবন।
A phase three is inevitable, given the higher levels of circulating virus but it is not clear on what time scale this phase three will occur. We should prepare for new waves: K VijayRaghavan, Principal Scientific Advisor to Centre pic.twitter.com/c6lRzYaV2q
— ANI (@ANI) May 5, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊