Latest News

6/recent/ticker-posts

Ad Code

Third Wave of COVID 19: করোনার তৃতীয় ঢেউ আসন্ন, দেশকে সতর্কবার্তা কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টার

Third Wave of COVID 19: করোনার তৃতীয় ঢেউ আসন্ন, দেশকে সতর্কবার্তা কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টার


করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিপর্যস্ত গোটা দেশ। একে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, তার ওপর যুক্ত হয়েছে অক্সিজেনের ঘাটতি। ঠিকমতো পাওয়া যাচ্ছে না হাসপাতালের বেডও। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত রেকর্ড করে চলেছে। বৈজ্ঞানিকরা আগেই সতর্ক করেছিলেন করোনার ভয়াবহতা নিয়ে। এরই মধ্যে কেন্দ্রের তরফে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দেয়া হলো। 


বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন বলেন, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তবে তৃতীয় ঢেউয়ের প্রভাব কবে থেকে শুরু হবে ভারতে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তৃতীয় ঢেউ যাতে দাপট দেখাতে না পারে, তার জন্য আগে থেকে তৈরি থাকতে হবে বলে জানান বিজয় রাঘবন।


তিনি আরো জানিয়েছেন, করোনার নতুন স্ট্রেন মিউটেশন ঘটিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বর্তমানে যে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে তা এখনকার ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করতে সক্ষম। অর্থাৎ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের জন্য ভ্যাকসিনেরও আপডেট করতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code