করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন কারা? তালিকা দিল রাজ্য
করোনায় বিপর্যস্ত রাজ্য। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন নেওয়ার চাহিদাও তুঙ্গে। কিন্তু ভ্যাকসিনে রয়েছে টান। ফলে ভ্যাকসিন নেওয়ায় কারা অগ্রাধিকার পাবেন তাঁর তালিকা দিল রাজ্য। কোভিড-যোদ্ধাদের পাশাপাশি দৈনন্দিন জীবনে যাঁরা বেশি আক্রান্ত হতে পারেন, তাঁদের ঢোকানো হল সেই তালিকায়। যাঁদের জনজীবনে বেশি থাকতে হয়, কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এই তালিকায়।
তালিকায় রয়েছেন-
- সরকারি ও আধা সরকারি কর্মী। যাঁদের ভোট প্রক্রিয়ার সময় টিকা নেওয়া হয়নি। এর মধ্যে শিক্ষকরাও রয়েছেন।
- জরুরি পণ্যে ডিলার, কর্মী।
- রেশন, কেরোসিন ও এলপিজি ডিলার, পেট্রোল পাম্পের কর্মী।
- ট্যাক্সি, অটো, টোটো ও রিকশা চালক।
- সাংবাদিক।
- আইনজীবী, মুহুরি, ক্লার্ক ও আদালতের কর্মী।
- যৌন কর্মী ও রূপান্তরকামী।
- হকার, সংবাদপত্র বিক্রেতারা।
- শাক-সবজি, মুদিখানা, মাছ ও বাজারে অন্যান্য পণ্যের বিক্রেতারা।
- কোভিড স্বেচ্ছাসেবী।
- সামাজিক ও সংশোধন হোমের বাসিন্দারা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊