করোনা মোকাবিলায় মোদীর সমালোচনায় পোস্টার, গ্রেফতার ১২
Defacement of Public Property Act ও অন্যান্য আইন অনুযায়ী ১৩ টি এফ আই আর করেছে দিল্লী পুলিশ বলেই সূত্রেরখ খবর। পুলিশদের চারটি বিভিন্ন বিভাগ - পূর্ব পরিসর, পূর্ব, মধ্য ও উত্তর পূর্বে এই গ্রেপ্তারি করা হয়েছিল। যা ইঙ্গিত দেয় যে অভিযানটি একটি সমন্বিত পদক্ষেপ ছিল।
কি লেখা ছিল সেই পোস্টারে? যার জন্য ১২জনকে গ্রেফতার করলো পুলিশ। পোস্টারে লেখা ছিল, "মোদীজি আপনি আমাদের বাচ্চার ভ্যাকিন বিদেশে কেন পাঠিয়েছেন?" "Modi ji, aapne humare bacchon ki vaccine videsh kyu bhej diya?" (Modi ji, why did send vaccines meant for our children, abroad?).
গত বৃহস্পতিবার পূর্ব দিল্লীর কল্যানপুরে ৬জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্র জানিয়েছে, ৮০০-র বেশি পোস্টার রিকভার করা হয়েছে। ।প্রসঙ্গত গত কয়েকদিন ধরে দিল্লীর করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। সংকট অক্সিজেনের সংকট হাসপাতাল বেডের। দেশের করোনা পরিস্থিতি বেহাল এমন পরিস্থিতি সচেতন ও সতর্ক থাকাই একমাত্র হাতিয়ার বলছি জানাচ্ছে বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊