ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড সোনম কাপুর, দিলেন জবাব




আজ পবিত্র ঈদ উল ফিতর। ঈদের শুভেচ্ছা জানাতে নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আর তারপরেই ট্রোলডের শিকার অভিনেত্রী। দিলেন জবাবও। একাধিক সময়ে অভিনেতা- অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে দেখা যায় কিন্তু তা নিয়ে কর্ণপাত করেন না তাঁরা। তবে অন্য পথে হাটলেন সোনম কাপুর।




এদিন, ঈদের শুভেচ্ছা জানিয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুর নিজের প্রথম সিনেমা ‘সাওয়ারিয়া’র গানের একটি দৃশ্য পোস্ট করে লিখেছিলেন, “আমার সমস্ত ভাই ও বোনেদের ইদ মুবারক। সোনমের এই পোস্টের প্রশংসা করেছেন অনেকেই। তাঁর মধ্যেই একজন বিদ্রুপের সুরে লেখেন, এই পোস্টটি দেওয়ার বিনিময়ে কত টাকা পেয়েছেন সোনম? এই পোস্ট দেখেই ক্ষুব্ধ সোনম।




চুপ থাকেননি নায়িকা। ক্ষিপ্ত নায়িকা সঙ্গে সঙ্গে প্রোফাইলটিকে ব্লক করে দেন। শুধু তাই নয় ব্লক করে দেওয়ার ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করে লেখেন, ‘শান্তি পেলাম!’২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের যাত্রা শুরু করেন সোনম। একের এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের পায়ের তলার জমি পোক্ত করেছেন সোনম।