Latest News

6/recent/ticker-posts

Ad Code

'করোনাভাইরাসও একটা জীব, তারও বেঁচে থাকার অধিকার আছে': উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

"করোনাভাইরাসও একটা জীব, তারও বেঁচে থাকার অধিকার আছে": উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী




করোনায় দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। চলছে সংক্রমণের পর সংক্রমণ, মৃত্যু মিছিল অব্যাহত। বেড সঙ্কট, সঙ্কট অক্সিজেনের। এমন পরিস্থিতিতে মারণ করোনাভাইরাসের মোকাবিলা করতে কার্যত দিশেহারা দেশ থেকে বিশ্ব সেই সময়েই ভাইরাসের বেঁচে অধিকার আছে নাকি নেই তা নিয়ে মুখ খুললেন উত্তরখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজনীতিবিদ ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।



এদিন, ত্রিবেন্দ্রের কথায় ভাইরাসও একটা জীব তাহলে ভাইরাসের বেঁচে থাকার অধিকার আছে। তিনি বলেন, দার্শনিক দিক দিয়ে দেখলে বলা যায়, করোনাভাইরাসও একটা জীবিত পদার্থ। আমাদের মতো তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু, আমরা, মানুষরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি। তাই ওদের নিকেষ করতে নেমে পড়েছি। এই কারণেই, মিউটেশনের মাধ্যমে ভাইরাস প্রতিনিয়ত নিজের চরিত্র ও বৈশিষ্ট্য় বদল করছে।তিনি যোগ করেন, নিরাপদ থাকতে মানুষের অবশ্যই উচিত এই ভাইরাসকে খতম করা। তাঁর মতে, নিজেদের সুরক্ষিত রাখতে সকলের উচিত এই ভাইরাস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা।


সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ এর তীব্র বিরোধিতা করে। এধরনের অদ্ভূত ব্যাখ্যা করে প্রবল সমালোচিত হন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষ ছুঁইছুঁই মৃতের সংখ্যাও বেড়েই চলছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে, ৪ হাজার জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জনের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code