করোনা মহামারীতে স্যানিটাইজেশন ও সচেতনতার প্রচারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
অনুপম মোদক, বামনটারি, ১৯-ই ২০২১: করোনার করাল গ্রাসে জর্জরিত গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় আমাদের দেশ ভারতও। অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গেও হূ হূ করে বাড়ছে সংক্রমণ। যদিও মৃত্যু হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্থতার হারও লক্ষ্য করা যাচ্ছে। দেশের এই সঙ্কটে শুরু থেকেই মানুষের পাশে ছিলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সদস্যরা। স্যানিটাইজেশন এর পাশাপাশি রোগ সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ। আজ ফের একই ভূমিকায় পথে নামলো তাঁরা। বুধবার দিনহাটা ১ নং ব্লকের বামনটারি এলাকায় বিজ্ঞান মঞ্চ এর সদস্য দের সচেতনতা মূলক প্রচারে দেখা গেলো। তারা গ্রামের বিভিন্ন বাড়ি গুলি স্যানিটাইজ করে গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের আশ্বস্ত করেন বর্তমান কঠিন পরিস্থিতিতে গ্রামবাসীদের যেকোনো বিপদে আপদে তারা পাশে থাকবেন।
উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সদস্য দীপক পাল মহাশয়। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্খশুভ্র সরকার, প্রদীপ বর্মন, ওম সাহা, পাভেল সাহা অন্যান্য সদস্যবৃন্দ।
পশ্চিমবঙ্গের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী প্রীতম চক্রবর্তী, নিরঞ্জন চক্রবর্তী এবং তাঁর ভাই সদ্য করোনাজয়ী সুরঞ্জন বাবুরা। এছাড়াও এই কাজের প্রশংসা করেছেন বিশিষ্ট শিক্ষিকা এবং সমাজসেবী শ্রীমতি সুজাতা চক্রবর্তী মহাশয়া।
শুনে নেওয়া যাক বিজ্ঞানমঞ্চের আজকের এই উদ্যোগ নিয়ে কি বললেন জেলা কমিটির সদস্য দীপকবাবুঃ
করোনা মহামারীতে স্যানিটাইজেশন ও সচেতনতার প্রচারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকরোনা মহামারীতে স্যানিটাইজেশন ও সচেতনতার প্রচারে #পশ্চিমবঙ্গবিজ্ঞানমঞ্চ
Posted by Sangbad Ekalavya on Wednesday, May 19, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊