করোনা সংক্রমণের জের স্থগিত হয়ে গেল এশিয়া কাপ 




করোনার বাড়বাড়ন্ত অব‍্যাহত এমন পরিস্থিতিতে টুর্ণামেন্ট আয়োজন করা সম্ভব নয় ফলে স্থগিত হয়ে গেল এশিয়া কাপ। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় একুশের জুনে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। ২০২০-তে টিটোয়েন্টি ফর্মাটে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ পরে বিসিসিআই-র আপত্তিতেই শ্রীলঙ্কায় আয়োজিত হওয়ার কথা হয় এশিয়া কাপ। করোনা সংক্রমণের জেরে এক বছর স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট। ২০২১-র জুন মাসে টুর্ণামেন্ট আয়োজনের কথা সেই মতো চলছিল প্রস্তুতি কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির জের আপাতত টুর্ণামেন্ট স্থগিত করা হল। 




বুধবার টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতির বাস্তব ভয়াবহতার কথা মাথায় রেখে এখন এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না।শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) অ্যাশলে ডি'সিলভা জানান, 'করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জুন মাসে টুর্নামেন্ট করা সম্ভব হচ্ছে না।' 




এশিয়া কাপ স্থিগত হয়ে যাওয়ায় এক ধাক্কায় দুবছর পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ এমনটাই ইঙ্গিত দেন তিনি। ২০২৩-র পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর হতে পারে এশিয়া কাপ। কারণ, ওয়ান ডে বিশ্বকাপের আগে আগামী দু বছরের জন্য সব দেশই ক্রীড়াসূচি চূড়ান্ত করে ফেলেছে এবং এর মধ্যে এশিয়া কাপের জন্য সময় বার করা কঠিন হতে পারে। 




ডি'সিলভা জানিয়েছেন, খুব শীঘ্রই এশীয় ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ার কথা ঘোষণা করে দেওয়া হবে।




প্রসঙ্গত, করোনা সংক্রমণ ফের মাথা চাড়া দিয়েছে। এমন পরিস্থিতিতে এত বড়ো একটা টুর্ণামেন্ট আয়োজন করা কতটা সঠিক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় এদিকে আগামী দশদিন সকল উড়ান বন্ধ শ্রীলঙ্কায়। এমন পরিস্থিতিতেই এশিয়া কাপ স্থগিত করা হল।